Logo

‘পাওরি গার্ল’ থেকে সফল অভিনেত্রী, কে এই দানানির মোবিন?

profile picture
বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫, ১৩:৫৪
12Shares
‘পাওরি গার্ল’ থেকে সফল অভিনেত্রী, কে এই দানানির মোবিন?
ছবি: সংগৃহীত

মাত্র তিনটি সংলাপেই রাতারাতি বদলে যায় তার জীবন সংলাপ ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই সংলাপগুলো দিয়েই রাতারাতি তারকা বনে যাওয়া সেই মেয়েটি এখন পাকিস্তানের ছোট পর্দার এক সফল অভিনেত্রী।

বিজ্ঞাপন

তিনি আর কেউ নন, দর্শকদের প্রিয় দানানির মোবিন। যার জন্ম ২০০১ সালের ২৭ ডিসেম্বর। পাকিস্তানের পেশওয়ারের এই তরুণী এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয়।

২০২১ সালে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও ভাইরালের মাধ্যমে তার এই সংলাপগুলো একটি ইন্টারনেট মিম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ‘পাওরি হো রহি হ্যায়’ (পার্টি হচ্ছে) নামের এই ভিডিওটি শুধু পাকিস্তান নয়, ভারতসহ অন্যান্য দেশেও ঝড় তুলেছিল। মুহূর্তেই দানানীর পরিচিত হয়ে ওঠেন ‘পাওরি গার্ল’ হিসেবে।

বিজ্ঞাপন

সেই ভিডিওটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একই বছরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সামরিক বাহিনী ভিত্তিক সিরিজ ‘সিনফ-ই-আহান’ এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দেন। এই অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ উদীয়মান প্রতিভার জন্য সম্মানজনক লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন।

এরপর তারআর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সালে এমডি প্রোডাকশনসের রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুহাব্বত গুমশুদা মেরি’-তে জোবিয়া চরিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

বিজ্ঞাপন

পরের বছর তিনি একই ব্যানারের ‘ভেরি ফিল্মি’ ও ‘মিম সে মোহাব্বত’ প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘মিম সে মোহাব্বত’ এ অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায়।

বিজ্ঞাপন

ফ্যাশন, মেকআপ থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য নানা বিষয়ে ভিডিও পোস্ট করে দানানীর বর্তমানে একজন সফল সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ‘পাওরি হো রহি হ্যায়’–এর ভাইরাল মুহূর্ত থেকে শুরু করে পাকিস্তানের ছোট পর্দায় নিজের অবস্থান মজবুত করা পর্যন্ত—দানানির মোবিন এখন সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনের উজ্জ্বল মুখ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD