Logo

অরিজিতের সঙ্গে দ্বন্দ শেষ, ভুল স্বীকার করলেন সালমান খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৫, ১৪:১২
3Shares
অরিজিতের সঙ্গে দ্বন্দ শেষ, ভুল স্বীকার করলেন সালমান খান
ফাইল ছবি।

বলিউডে সালমান খান এবং অরিজিত সিংয়ের দীর্ঘদিনের দ্বন্দ প্রায় এক দশক ধরে আলোচনার বিষয় হয়ে আসছিল। সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান।

বিজ্ঞাপন

‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিতের নাম তুলে ধরেন সালমান। রবি মজার ছলে বলেন, “আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকেই বলে আমার মুখ অরিজিত সিংয়ের মতো।”

এতে হেসে ওঠেন সালমান, তবে তার পর বিনয়ের সঙ্গে বলেন, “অরিজিত আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।”

বিজ্ঞাপন

সালমানের এই বক্তব্য সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মনে করছেন, অবশেষে তাদের পুরোনো দ্বন্দের অবসান ঘটছে।

এই বিতর্কের শুরু ২০১৪ সালের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিত। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, “ঘুমাচ্ছিলে নাকি?” উত্তরে অরিজিত বলেন, “আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।” যদিও উপস্থিত দর্শক হাসেন, সালমান কথাটি ভালোভাবে নেননি।

বিজ্ঞাপন

এরপর ২০১৬ সালে অরিজিত সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানান, “আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি। এটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি ছিল।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD