হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া কাজ ও ব্যক্তিগত জীবন—দুই নিয়েই বরাবরই আলোচনায় থাকেন ভক্তদের মাঝে। সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ের পর এবার স্বামী তানজিব তৈয়বকে নিয়ে হানিমুনে বেরিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
গত ১৯ সেপ্টেম্বর ছিমছাম আয়োজনে সম্পন্ন হয় ফারিয়ার বিয়ের অনুষ্ঠান। বিয়ের কিছুদিন পরই তাকে দেখা যায় দেশের বাইরে। ৭ অক্টোবর শ্রীলঙ্কা থেকে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। কালো টি-শার্ট ও ছোট প্যান্ট পরা সেই ছবিতে তার সাজ-সজ্জা নিয়ে খানিক সমালোচনাও হয় অনলাইনে।
এরপর শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে উড়াল দেন অভিনেত্রী। সেখানে তিনি অবস্থান করছেন আদারান ওশান ভিলাস, হুধুরান ফুশি ও আদারান হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্টে। সামাজিকমাধ্যমে একাধিক পোস্টে মালদ্বীপের মনোরম প্রকৃতি ও নিজের আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন ফারিয়া।
বিজ্ঞাপন
একটি ছবিতে দেখা যায়, কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ পোশাকে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। আরেক পোস্টে কালো টি-শার্ট ও সানগ্লাস পরে সমুদ্রতীরে বসে আছেন—সঙ্গে রয়েছে ডলফিন দেখার অভিজ্ঞতাও।
অভিনেত্রীর এসব পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, স্বামীকে নিয়েই হানিমুনে রয়েছেন তিনি। সেই জল্পনা আরও জোরালো হয় যখন স্বামী তানজিব তৈয়ব মন্তব্য করেন, ‘আমার ক্রেডিট (ফটো ক্রেডিট) কোথায় বউ?’ উত্তরে ফারিয়া লেখেন, ‘তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে যে একটুখানি পরীর গল্পের মতো করে তুলেছ, তার জন্য না কি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য?’
তাদের এই আদুরে কথোপকথনেই ভক্তরা ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দেন নতুন এই দম্পতিকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?
উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল ও আতঙ্কমিশ্রিত।
ফারিয়ার স্বামী তানজিব তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।