রাশমিকার আঙুলে আংটি, বিয়ের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

দিন কয়েক আগেই শোনা যায়, দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা নাকি চুপিচুপি বাগদান সেরে ফেলেছেন। এ নিয়ে যখন নেটমাধ্যমে জল্পনা তুঙ্গে, তখনই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাশমিকার আঙুলের একটি আংটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেছেন রাশমিকা মান্দানা। ভিডিওতে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। কিন্তু ভক্তদের চোখ ছিল একেবারে অন্যদিকে—তার অনামিকায় চকচকে একটি আংটি। অনেকেই ধারণা করছেন, সেটিই নাকি তাদের বাগদানের প্রতীক।
বিজ্ঞাপন

ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে ইতোমধ্যেই দাবি করা হয়েছে, রাশমিকা ও বিজয় আংটিবদল করেছেন। এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের প্রস্তুতিও চলছে বলে খবর ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেননি কেউই—না রাশমিকা, না বিজয়।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে। তারা সব সময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটুও। দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয়, তেমনি ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ।
বিজ্ঞাপন
তবে প্রশ্ন, সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন রাশমিকা-বিজয়, নাকি শুধুই গুঞ্জন? যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির ওপর।