Logo

সাংবাদিকের রূপে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৯:২২
3Shares
সাংবাদিকের রূপে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে নতুন নতুন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বাণিজ্যিক ধারার সিনেমা ছাড়িয়ে এখন তিনি মনোযোগ দিচ্ছেন ভিন্ন স্বাদের গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

ওয়েব দুনিয়ায় শুভশ্রীর যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মাধ্যমে, যা দর্শক ও সমালোচক উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এবার আবারও নতুন ভূমিকায় ফিরছেন তিনি ‘অনুসন্ধান’ নামের ওয়েব সিরিজে, যা পরিচালনা করেছেন অদিতি রায়।

সম্প্রতি সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে এই সিরিজ। এতে শুভশ্রীকে দেখা যাবে এক নির্ভীক সাংবাদিকের চরিত্রে, যিনি এক ভয়ংকর ও অদ্ভুত রহস্যের অনুসন্ধানে নামেন।

বিজ্ঞাপন

সিরিজের গল্প আবর্তিত হয়েছে জেলের মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার কিনারা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদঘাটন করবে, যেখানে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলের মহিলা বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন। এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD