আবারও জুটি বাঁধছেন অজয়-রাকুল, আসছে ‘দে দে পেয়ার দে ২’

রোমান্স ও কমেডির মিশেলে দুই গুণ মজা নিয়ে বড় পর্দায় ফিরছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। জনপ্রিয় বলিউড সিনেমা ‘দে দে পেয়ার দে’-র সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে ২’ এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে এ বছরের ১৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
বিজ্ঞাপন
নতুন কিস্তির গল্পে দেখা যাবে, আশিষ (অজয় দেবগন) এবার সরাসরি প্রবেশ করছেন প্রেমিকা আইশিয়ার (রাকুল প্রীত) পরিবারের ঘরে! বয়সের ব্যবধান থাকা এই প্রেম আবারও দর্শকদের মন জয় করবে, নাকি বাড়াবে ঝামেলা—সেই নিয়েই মূল গল্প।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্টলুক ও মোশন পোস্টার, যেখানে অজয় ও রাকুলের সঙ্গে রয়েছেন জাভেদ জাফরি। এবার আরও জমজমাট কাস্ট—নতুন পর্বে থাকছেন আর. মাধবন, মীজান জাফরি, গৌতামী কপূর ও ইশিতা দত্ত।
বিজ্ঞাপন
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, ১৪ অক্টোবর মুম্বাই ও দিল্লিতে একযোগে আয়োজিত দুটি বড় ইভেন্টে মুক্তি পাবে ট্রেলারটি।
অংশুল শর্মা পরিচালিত এই ছবির গল্প লিখেছেন তরুণ জৈন ও লব রঞ্জন। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, লব রঞ্জন ও অঙ্কুর গার্গ—যারা এর আগে ‘তু ঝুঁঠি ম্যায় মক্কার’, ‘সোনু কে তিতু কি সুইটি’ এবং ‘পেয়ার কা পঞ্চনামা’-র মতো হিট সিনেমা উপহার দিয়েছেন।