Logo

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

profile picture
বিনোদন প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৫, ১৪:২৮
8Shares
আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ও ফারহানের মধ্যে একজন, ফারহান, ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকেই ওমরাহ পালনের জন্য বর্তমানে পবিত্র নগরী মক্কায় রয়েছেন। সেখানে থেকে তিনি ভক্তদের জন্য শেয়ার করলেন আবেগঘন এক বার্তা।

বিজ্ঞাপন

গত শুক্রবার ফারহান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।”

ভিডিওতে অভিনেতা আবেগে ভেসে বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার এখানে আসলাম। কাবা শরীফে প্রথমবার ঢুকে হাজরে আসওয়াদে চুমু দিতে পেরেছি, যা ভাগ্যের চেয়েও বড় উপহার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, আলহামদুলিল্লাহ।”

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “আল্লাহ সবার জন্য এই পবিত্র স্থানে আসার তাওফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ভক্তরা তাকে শুভেচ্ছা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন।

বিজ্ঞাপন

ফারহান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD