Logo

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৫, ১৫:২০
14Shares
বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। সিনেমা, ফটোশুট ও নানা ইভেন্টে ব্যস্ত এই অভিনেত্রী এবার এক ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। সে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের এক মজার অথচ খানিক আক্ষেপের স্মৃতি শেয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

হাসতে হাসতেই অপু বিশ্বাস বলেন, “যে কোনো ধর্মেই দেখবেন, বিয়ের পর মেয়েকে সংসার গোছানোর জন্য কিছু দেওয়া হয়—একটা খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা... মানে পুরো ফ্ল্যাটটা সাজিয়ে দেওয়া হয়। যদিও আমি মেয়ে, কিন্তু আমি পাইনি।”

অপু বিশ্বাসের এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়লেও কথার আড়ালে ছিল মৃদু আক্ষেপের ছোঁয়া।

বিজ্ঞাপন

এসময় নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা বলেন, “কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া আমার জীবনে প্রথম। বিষয়টা ভীষণ আনন্দের। ফার্নিচার শুধু সাজসজ্জার উপকরণ নয়, এটা একধরনের ঐতিহ্যও বহন করে। এখন যেহেতু বিয়ের মৌসুম, অনেক নতুন দম্পতি ফার্নিচার কিনবেন—হয়তো কেউ কেউ আমার কাছ থেকেও পরামর্শ নেবেন।”

উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অতীত সম্পর্ক নিয়েও প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। এবার বিয়ের সেই স্মৃতিচারণ করেই আবারও সংবাদ শিরোনামে উঠলেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD