ছেলের পর এবার মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলেন পরীমণি

চটপটে স্বভাব ও স্পষ্টভাষী আচরণে বারবার আলোচনায় আসা অভিনেত্রী পরীমণি যেন নিজের মতো করে জীবনের গল্প লিখে চলেছেন। সমালোচনার তোয়াক্কা না করে এগিয়ে যাওয়া এই তারকা এখন শুধু গ্ল্যামার নায়িকা নন, সফল উদ্যোক্তা ও মমতাময়ী মা হিসেবেও দর্শকদের মন জয় করেছেন।
বিজ্ঞাপন
ভালোবাসা দিবসে যাত্রা শুরু করা তার অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ মূলত মায়েদের মাতৃত্বকালীন যত্ন এবং নবজাতকের পণ্যে কাজ করে। কিছুদিন আগেই নিজের ছেলে পুণ্যকে ব্র্যান্ডের মডেল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো মেয়ের নাম— প্রিয়ম।
বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে প্রিয়মের নতুন কিছু ছবি প্রকাশ করে পরীমণি লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।” ছবিগুলোতে দেখা যায়, ছোট্ট প্রিয়ম ‘বডি’র পোশাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিচ্ছে। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়, ভক্তদের ভালোবাসায় ভাসে মা-মেয়ে।
আরও পড়ুন: এবার মুখ খুললেন রাশমিকা মান্দানা
বিজ্ঞাপন
পরীমণি বলেন, “এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মা হিসেবে আমার ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ এটি। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত নতুন কিছু করতে অনুপ্রাণিত করছে। ‘বডি’ আমার কাছে শুধু ব্র্যান্ড নয়, এটা যেন আরেক সন্তান।”
তিনি আরও জানান, প্রতি তিন মাস পরপর ‘বডি’র বিক্রির একটি অংশ গর্ভবতী মা ও নবজাতকের সহায়তায় ব্যয় করা হবে। পাশাপাশি সচেতনতা কার্যক্রম এবং মা–শিশুর স্বাস্থ্যসেবা নিয়েও কাজ করতে চান তিনি।
আরও পড়ুন: হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর
বিজ্ঞাপন
এদিকে পরীমণির হাতে রয়েছে বেশ কিছু নতুন চলচ্চিত্রের কাজ। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত কয়েকটি ছবি। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন নিরব হোসাইন।








