Logo

এবার মুখ খুললেন রাশমিকা মান্দানা

profile picture
বিনোদন ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ১৫:০০
23Shares
এবার মুখ খুললেন রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে মুখ খুললেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিষিদ্ধ করার গুঞ্জন নিয়ে। দীর্ঘদিন নীরব থাকার পর ‘গুড নিউজ কন্নড়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন এই প্যান-ইন্ডিয়ান তারকা।

বিজ্ঞাপন

রাশমিকা বলেন, “ভেতরে কী ঘটছে, তা বাইরের মানুষ জানে না। ঈশ্বরই জানেন আসলে কী হচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ক্যামেরায় ধরে রাখতে পারি না, আর ব্যক্তিগত বার্তা অনলাইনে শেয়ার করাও ঠিক নয়।”

তিনি আরও যোগ করেন, “মানুষ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাই বলুক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তবে পেশাগত বিষয়ে যদি কেউ মন্তব্য করে, সেটি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।”

বিজ্ঞাপন

কন্নড় প্রযোজকরা তাকে নিষিদ্ধ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে রাশমিকা দৃঢ়ভাবে বলেন, “এখন পর্যন্ত কেউ আমাকে নিষিদ্ধ করেননি।”

উল্লেখ্য, ২০১৬ সালে কন্নড় ভাষার সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন রাশমিকা মান্দানা। এরপর তামিল, তেলুগু ও হিন্দি ভাষার একাধিক হিট সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী হিসেবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, অভিনেতা বিজয় দেবরাকোন্দার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউড থেকে দক্ষিণী মহল— সর্বত্র গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি তারা নাকি বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে এখনো কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এবার মুখ খুললেন রাশমিকা মান্দানা