তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

ওপার বাংলার রোমান্টিক সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয় করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। তার বিপরীতে থাকতেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশী। কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন এসেছে কাস্টে—তিশার জায়গায় যুক্ত হয়েছেন টালিউডের নবাগত মুখ সুস্মিতা চ্যাটার্জি।
বিজ্ঞাপন
এম এন রাজ পরিচালিত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই আগ্রহ ছিল দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে। বিশেষ করে তিশার নাম ঘোষণা হওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিশা। প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, বাধ্য হয়েই নতুন অভিনেত্রীকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে বরুণ-জাহ্নবীর রোমান্টিক ঝড়!
এই জায়গায় যিনি আসছেন, সেই সুস্মিতা চ্যাটার্জি সম্প্রতি বেশ আলোচনায়—বিশেষ করে নির্মাতা সৃজিত মুখার্জির ঘনিষ্ঠজন হিসেবে। বিভিন্ন আয়োজনে সৃজিতের সঙ্গে একাধিকবার দেখা গেছে তাকে, যা নিয়ে টালিউড মহলে নানা গুঞ্জনও ছড়িয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, এই প্রসঙ্গে তানজিন তিশা এখনও কোনো মন্তব্য করেননি। যদিও তিনি ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি আগে বা এখনো।
আরও পড়ুন: পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই
তবে ভক্তদের জন্য সুখবর আছে—শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। ‘সোলজার’ নামের সেই ছবিতে তিশাকে নায়িকা হিসেবে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সূত্র।