বক্স অফিসে বরুণ-জাহ্নবীর রোমান্টিক ঝড়!

বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত রোমান্টিক–কৌতুকধর্মী সিনেমা ‘সানি সংস্কারী কি তুলসি কুমারি’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। তবে বক্স অফিসে আয়ের দিক থেকে সামান্য মন্দা দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নতুন সিনেমা করতে যাচ্ছি: মিষ্টি জান্নাত
মঙ্গলবার মুক্তির পর সোমবার পর্যন্ত ছবিটির আয় কমে দাঁড়ায় ৩.১৫ কোটি রুপি, যা আগের দিনের তুলনায় প্রায় ৪২ শতাংশ হ্রাস।
তবুও প্রথম পাঁচ দিনে মোট আয় হয়েছে প্রায় ৩৩.৯০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে প্রথম সপ্তাহেই সিনেমাটি ৪০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
তবে সিনেমাটির পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। দর্শকের মনোযোগ অনেকটাই সেখানেই বিনিয়োগ হচ্ছে।
‘সানি সংস্কারী কি তুলসি কুমারি’ এর প্রথম প্রতিদিনের আয় ছিল ৯.২৫ কোটি রুপি। পরের দিন ৫.৫০ কোটি, তৃতীয় দিন ৭.৫০ কোটি, চতুর্থ দিন ৮.০০ কোটি এবং পঞ্চম দিনে ৩.১৫ কোটি রুপির আয় করেছে।
আরও পড়ুন: আবেগঘন পোস্টে যা লিখলেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন
শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে বরুণ–জাহ্নবীর পাশাপাশি অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, মানীশ পল, অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা।