Logo

পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই

profile picture
বিনোদন ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ১৩:০৬
23Shares
পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই
ছবি: সংগৃহীত

পাঞ্জাবি সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা মারা গেছেন। মৃত্যুর সঙ্গে টানা ১২ দিন লড়াই করে বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৫ বছর।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান রাজবীর। তখন জানা যায়, সড়কে একটি গবাদি পশুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে আজ তার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।

চিকিৎসকরা জানান, রাজবীরের স্নায়ুতন্ত্রে জটিলতা দেখা দেয় এবং মস্তিষ্কের কার্যক্রম অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। নিবিড় পরিচর্যায় রাখার পরও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে মৃত্যু তাঁকে ছিনিয়ে নেয় ভক্তদের কাছ থেকে।

২০১৪ সালে মুন্ডা লাইক মি একক গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন রাজবীর। তারপর প্রাণবন্ত কণ্ঠ এবং পাঞ্জাবি গর্ব ও সংস্কৃতি উদযাপনের গানের জন্য অল্প সময়ে খ্যাতি অর্জন করেন।

বিজ্ঞাপন

এক দশকের ক্যারিয়ারে ‘তু দিস পেন্দা’, ‘খুশ রেহা কর’, ‘সর্দারী’, ‘সার্নাম’, ‘আফরিন’, ‘ভূমি মালিক’, ‘ডাউন টু আর্থ’ ও ‘কাঙ্গানি’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন এ গায়ক। ২০১৮ সালে গিপ্পি গ্রেওয়াল অভিনীত পাঞ্জাবি সিনেমা ‘সুবেদার জোগিন্দর সিং’, ও ২০১৯ সালে ‘জিন্দ জান’ ও ‘মিন্দো তাসিলদারনি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD