Logo

নষ্ট ফ্রিজে জামা রাখতেন, আজ বলিউডে রাঘব জুয়েল সাফল্যের শিখরে

profile picture
বিনোদন ডেস্ক
৯ অক্টোবর, ২০২৫, ২০:২৮
6Shares
নষ্ট ফ্রিজে জামা রাখতেন, আজ বলিউডে রাঘব জুয়েল সাফল্যের শিখরে
ছবি: সংগৃহীত

বর্তমানে বলিউডের আলোচনায় অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েল। আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার প্রাণবন্ত অভিনয় ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের গল্প।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘব জানিয়েছেন মুম্বাইয়ে শুরুর দিনের কষ্টের কথা। ছোট একটি ঘরে দশজনের সঙ্গে থাকতে হতো তাকে। সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “যখন প্রথম মুম্বাইয়ে এসেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। কিন্তু ওই সময়টাও আমি উপভোগ করেছি। আমরা দশজন একসঙ্গে এক ঘরে থাকতাম।”

তিনি আরও বলেন, “আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমরা সেটিকে আলমারির মতো ব্যবহার করতাম—ভেতরে জামাকাপড় থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত রাখতাম। কেউ ভুল করে ফ্রিজ খুললে নিজেই লজ্জায় পড়ে যেত।”

অভিনয়ের আগে রাঘব জনপ্রিয়তা পান রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ, যেখানে তিনি পরিচিত হন ‘কিং অফ স্লো মোশন’ নামে। পরবর্তীতে উপস্থাপক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি নিয়মিত অভিনয়ে ব্যস্ত। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর পাশাপাশি গত বছরের অ্যাকশন থ্রিলার ‘কিল’-এ তার অভিনয়ও প্রশংসিত হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD