Logo

মঞ্চে শুভশ্রীকে দেবের কথা মনে করিয়ে দিলেন শান

profile picture
বিনোদন ডেস্ক
১১ অক্টোবর, ২০২৫, ১৫:১৮
3Shares
মঞ্চে শুভশ্রীকে দেবের কথা মনে করিয়ে দিলেন শান
ছবি: সংগৃহীত

কলকাতায় ক্যারিয়ারের রজত জয়ন্তী উদযাপনে মঞ্চ মাতালেন ভারতের জনপ্রিয় গায়ক শান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মঞ্চে এই সময় শান সরাসরি শুভশ্রীকে দেবের সঙ্গে স্মৃতির গান মনে করিয়ে দেন।

বিজ্ঞাপন

শান বললেন, “দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না...”, জবাবে শুভশ্রী বলেন, ‘হ্যাঁ, দেখেছি তোমাকে শ্রাবণে’। এরপরই শান শুরু করেন সেই গান, আর শুভশ্রীও সঙ্গে সঙ্গে গায়কের সঙ্গে গলা মেলান। দর্শকদের জন্য এটি যেন পুরনো স্মৃতির ফেরান।

‘চ্যালেঞ্জ’ ছবির এই গান আজও সমান জনপ্রিয়। এই ছবির মধ্যেই প্রথম দর্শকরা দেব ও শুভশ্রীকে জুটি হিসেবে দেখেছেন। পরবর্তীতে পর্দায় এবং বাস্তবেও তাদের জুটি হয়ে ওঠে দারুণ জনপ্রিয়।

বিজ্ঞাপন

দেব ও শুভশ্রী একসঙ্গে মোট ছয়টি ছবি করেছেন। তবে ‘ধূমকেতু’ ছবির মুক্তির জন্য দর্শকদের দীর্ঘ ১০ বছরের অপেক্ষা তাদের জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ধরা যায়।

মুক্তির পর কিছু কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক শীতল হয়ে যাবে। তবে বর্তমানে জানা গেছে, তাদের সম্পর্ক আবারও সুস্থ আছে। দেবও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি শুভশ্রীর সঙ্গে আবার কাজ করতে আগ্রহী, এবং পুরনো ভুল বোঝাবুঝি তার পথে বাধা নয়।

বিজ্ঞাপন

শুভশ্রীও বারবার বলেছেন, অতীতের বিষয়গুলো নিয়ে তিনি বেশি ভাবেন না; বর্তমান ও ভবিষ্যতই তার কাছে গুরুত্বপূর্ণ। স্বামী রাজ এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে তিনি বর্তমানে সুখী পরিবারে জীবন কাটাচ্ছেন, সঙ্গে কাজের ভারসাম্যও বজায় রেখেছেন। দেবও এ বিষয়টি প্রশংসা করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD