Logo

তামান্না ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান বলে চরম বিতর্কে অভিনেতা

profile picture
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৪:৫৯
11Shares
তামান্না ৭০ বছরের বাচ্চাদের ঘুম পাড়ান বলে চরম বিতর্কে অভিনেতা
ছবি: সংগৃহীত

বলিউডের নন্দিত অভিনেত্রী ও জনপ্রিয় আইটেম গার্ল তামান্না ভাটিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তামান্নার শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

বলে রাখা ভালো, তামান্না ভাটিয়া বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে অতীতে নিজেই জানিয়েছেন, এই উপাধি তিনি পছন্দ করেন না। তাই আন্নুর মন্তব্যে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ, সেই সেই সাক্ষাৎকারে আন্নুকে তামান্না সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কী সুন্দর, দুধের মতো সাদা শরীর তামান্নার।’

এই মন্তব্যের পরও তিনি থেমে থাকেননি। বরং তামান্নার এক পুরোনো বক্তব্য নিয়েও কটাক্ষ করেন। গত বছর এক সাক্ষাৎকারে তামান্না বলেছিলেন— তার ‘আজ কি রাত’ গানটি শুনে অনেক শিশু ঘুমিয়ে পড়ে। সেই প্রসঙ্গ টেনে আন্নু কাপুর বিদ্রূপ করে বলেন, “কত বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে!”

বিজ্ঞাপন

এরপর তিনি আরও যোগ করেন, ‘সে নিজের গান আর শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে— এটা দেশের জন্য বড় উপকার।’

আন্নুর এসব মন্তব্যে ক্ষুব্ধ তামান্নার ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, ‘আন্নুজি, আপনার বয়স ও মর্যাদার সঙ্গে এই ধরনের মন্তব্য মানায় না।’

তবে এ ঘটনায় এখন পর্যন্ত তামান্না ভাটিয়া নিজে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD