Logo

ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করলেন শাকিব খান

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ অক্টোবর, ২০২৫, ১৫:৪১
2Shares
ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করলেন শাকিব খান
ফাইল ছবি।

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে। তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ঢাকাই ছবির মেগাস্টার শাকিব খান।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করে শাকিব লেখেন, “ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের প্রিয় ও শ্রদ্ধার মানুষ। তাঁর জীবন যেন এক আলোর যাত্রা—রূপালি পর্দায় জনপ্রিয় নায়ক, আর বাস্তব জীবনে মানবতার সৈনিক। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন, এক নীরব লড়াইয়ের ভেতর দিয়ে যাচ্ছেন।”

নায়ক আরও লেখেন, “দেশজুড়ে কোটি মানুষ কাঞ্চন ভাইয়ের সুস্থতা কামনা করছে। আমরা সবাই চাই, তিনি আগের মতো হাসিখুশি, উদ্যমী ও অনুপ্রেরণাদায়ী হয়ে আবার ফিরুন আমাদের মাঝে।”

বিজ্ঞাপন

পোস্টের শেষে তিনি দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “মহান আল্লাহ যেন কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করেন, তাঁর জীবন হোক আরও সুস্থ ও শান্তিময়। ভালোবাসা ও দোয়ার বন্ধনে আমরা সবাই তাঁর পাশে আছি।”

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর জানার পর চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেক শিল্পী ও ভক্ত সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। ইতিমধ্যে নায়িকা রোজিনা লন্ডনে গিয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আগস্ট মাসে তাঁর মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়; এখন তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD