Logo

শাহরুখ-কাজলের নাচে নস্ট্যালজিয়ায় ভেসে উঠলেন নেটিজেনরা

profile picture
বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৫:৩২
5Shares
শাহরুখ-কাজলের নাচে নস্ট্যালজিয়ায় ভেসে উঠলেন নেটিজেনরা
ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান ও কাজলের জুটি আজও দর্শকের মনে সেই একই জাদু বজায় রেখেছে। সম্প্রতি আমেদাবাদে এক ভরপুর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানে তারা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’সহ তাদের হিট সিনেমার গানগুলোতে নাচের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।

বিজ্ঞাপন

ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা একরাশ নস্ট্যালজিয়ায় নিমগ্ন হয়ে পড়েছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় গানগুলো যেমন ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর সঙ্গে পারফরম্যান্স করে তারা পুরোনো দিনের মেজাজ ফিরিয়ে এনেছেন।

মঞ্চে শাহরুখ কাজলের হাতে ফুল তুলে দেওয়া এবং তাদের বন্ধুত্বপূর্ণ আলিঙ্গনের মুহূর্তে পরিচালক করণ জোহরের যোগদান দর্শকদের মন কেড়ে নিয়েছে। ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বহু অনুরাগী দাবি করেছেন, তারা আবার বড় পর্দায় এই জুটিকে দেখতে চান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শাহরুখ ও কাজল প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৩ সালের ‘বাজিগর’ সিনেমায়। এরপরে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। তবে শেষবার তারা জুটি বেঁধেছিলেন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’ ছবিতে।

দশক পেরিয়ে এ জুটিকে আবার বড় পর্দায় দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত, অনুরাগীরা তাদের নস্ট্যালজিয়ায় ডুবে রয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD