Logo

মায়ের বিয়ের শাড়িতে জয়া আহসান

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ২১:১৫
7Shares
মায়ের বিয়ের শাড়িতে জয়া আহসান
ছবি: সংগৃহীত

নতুন নতুন চমক নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার মায়ের বিয়ে-বৌভাতের শাড়িতে ফটোশুট করলেন তিনি। ৪৫ বছর আগের মায়ের সেই শাড়ি পরে অতীতের গল্পও শোনালেন এই চিত্রনায়িকা। মায়ের বিয়ের শাড়িতে প্রিয় অভিনেত্রীকে দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরাও।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) একগুচ্ছ ছবি শেয়ার করে জয়া লিখেছেন, ‘এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বৌভাতের। বাবা কিনেছিলেন কলকাতা থেকে। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।’

স্মৃতিকাতর হয়ে তিনি আরও লেখেন, ‘এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরী বেলা থেকে আমরা দুই বোন কি কাড়াকাড়ি টাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তাই নিয়ে! আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা!

বিজ্ঞাপন

তবে শাড়ি দুটো তার কাছে অমূল্য সম্পদ বলে জানান জয়া আহসান। অভিনেত্রীর কথায়, ‘কখনও কখনও কিশোরি খেয়ালে পছন্দ যে ওলট-পালট হতো না তা নয়, পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো, আর তাতেই এত টান।’

মৌসুমী ভৌমিকের গানের লাইন জুড়ে দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, “মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমী লাইন টা, ‘কিছু ফেলতে পারি না’ আমার হয়েছে সেই অবস্থা। সব কিছুর উপরেই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়ি সব রয়ে গেছে আমার কাছে। আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।”

বিজ্ঞাপন

চলতি বছর দুই বাংলা মিলে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ‘জয়া আর শারমিন’, ও ‘পুতুলনাচের ইতিকথা’ চলচ্চিত্র।

সর্বশেষ জয়াকে দেখা গেছে ‘ফেরেশতে’ ছবিতে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ। জয়া ছাড়াও এতে অভিনয় করতে দেখা গেছে শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক আরও অনেকেই।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD