একাধিক সন্তানের জন্ম দিতে চাই : পরিণীতি চোপড়া

দীপাবলির আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। উৎসবের এই মৌসুমে নবদম্পতির জীবনে যুক্ত হয়েছে নতুন আলো, নতুন দায়িত্ব।
বিজ্ঞাপন
দিল্লির এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। গত শনিবার স্ত্রীকে নিয়ে রাজধানীতে পৌঁছেছিলেন রাঘব। পরদিনই জন্ম নেয় তাদের প্রথম সন্তান।
এই সুখবরের পর আবারও আলোচনায় এসেছে পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার। সেখানে তিনি জানিয়েছিলেন—“আমি একাধিক সন্তানের মা হতে চাই, পাশাপাশি কোনো একটি শিশুকে দত্তকও নিতে চাই। এটা আমার বহুদিনের স্বপ্ন।”
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন পরিণীতি চোপড়া
বিজ্ঞাপন
তার এই মানবিক ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকে লিখেছেন, “পরিণীতির মতো তারকার কাছ থেকে এমন চিন্তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
তবে মজার বিষয় হলো, পরিণীতি একসময় বলেছিলেন, কখনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। কিন্তু ভাগ্যের ইঙ্গিতে সেই রাজনীতিবিদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাই নেটিজেনদের প্রশ্ন— একাধিক সন্তানের ইচ্ছাটাও কি এবার সত্যি হতে যাচ্ছে?
আরও পড়ুন: দেব–রুক্মিণীকে ঘিরে নতুন গুঞ্জন
বিজ্ঞাপন
চলতি বছরের আগস্টে দম্পতি জানিয়েছিলেন, তারা শিগগিরই নতুন অতিথি প্রত্যাশা করছেন। গর্ভাবস্থার সময় নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তাদের সুখের মুহূর্তগুলো।