Logo

হাসপাতালে ভর্তি হলেন পরিণীতি চোপড়া

profile picture
বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫, ১৮:০৩
10Shares
হাসপাতালে ভর্তি হলেন পরিণীতি চোপড়া
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডার সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় পরিণীতিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যে কোনো মুহূর্তেই আসতে পারে সেই আনন্দের খবর। তবে এখন পর্যন্ত পরিণীতি বা রাঘব চাড্ডার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেন তিনি ও রাঘব, যেখানে লেখা ছিল— ‘এক যোগ এক সমান তিন।’ পোস্টের ক্যাপশনে পরিণীতি লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে, কতটা ধন্য আমরা— তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকে পরিণীতিকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

হাসপাতালে ভর্তির খবরের মাঝেও গত শনিবার ধনতেরস উপলক্ষে নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন হবু মা পরিণীতি চোপড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD