Logo

দুধ দিয়ে গোসল: রীতি, বিশ্বাস নাকি সৌন্দর্যচর্চা?

profile picture
বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫, ১৭:১৬
18Shares
দুধ দিয়ে গোসল: রীতি, বিশ্বাস নাকি সৌন্দর্যচর্চা?
ছবি: সংগৃহীত

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও আলোচনায়। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

বিজ্ঞাপন

তবে প্রশ্ন উঠেছে- দুধ দিয়ে গোসল করা কি কোনো ধর্মীয় রীতি নাকি এটি কেবল শুদ্ধতার প্রতীক বা ব্যক্তিগত বিশ্বাস?

বিশ্লেষকরা বলছেন, ভারতীয় উপমহাদেশে দুধ দিয়ে গোসল করার প্রথা নতুন নয়। বহু প্রাচীনকাল থেকেই দুধকে শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয়। বিবাহ, পূজা বা বিশেষ অনুষ্ঠানে শুদ্ধিকরণের অংশ হিসেবে অনেকেই দুধ ব্যবহার করেন। এমনকি উপমহাদেশের বাইরেও বিভিন্ন সংস্কৃতিতে দুধ দিয়ে গোসলের প্রচলন রয়েছে।

বিজ্ঞাপন

ইতিহাসে দেখা যায়, রোমানরা ত্বক কোমল রাখতে দুধ মিশ্রিত পানিতে গোসল করতেন। মিশরের কিংবদন্তি রানি ক্লিওপেট্রাও নিয়মিত দুধ দিয়ে গোসল করতেন, যা তার সৌন্দর্যের রহস্য হিসেবে পরিচিত ছিল।

তবে আধুনিক বিজ্ঞান বলছে, দুধ দিয়ে গোসলের কিছু বাস্তব উপকারও রয়েছে। যেমন-

১. ত্বক আর্দ্র রাখে: দুধে থাকা প্রাকৃতিক ফ্যাট ও প্রোটিন ত্বককে নরম ও আর্দ্র রাখে। এটি শুষ্কতা কমিয়ে ত্বককে মসৃণ করে তোলে।

বিজ্ঞাপন

২. রোদে পোড়াভাব দূর করে: দুধের ভিটামিন ‘এ’ ও ‘ডি’ ত্বকের পোড়া ভাব কমায়। অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।

৩. মৃত কোষ দূর করে: দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে, ফলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল।

৪. প্রাকৃতিক উজ্জ্বলতা আনে: দুধে থাকা এনজাইম ও ভিটামিন ত্বকের কালচে ভাব কমিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, দুধ দিয়ে গোসলের এই প্রাচীন রীতি একদিকে সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক। অন্যদিকে এতে রয়েছে কিছু বৈজ্ঞানিক উপকারও। তবে হিরো আলমের সাম্প্রতিক এই ঘটনা সামাজিক মাধ্যমে একে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD