Logo

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৬:২৩
14Shares
যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে নতুন কোনো সিনেমা বা নাটকে কাজ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন। নিজের সৌন্দর্য আর চিন্তাভাবনা দিয়ে ভক্তদের মন জয় করেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’

তার এই কথায় অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘যখন মানুষ সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে ঘুরে বেড়ায়। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

বিজ্ঞাপন

পূর্ণিমার এই রূপক ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ মন্তব্য করেছেন, ‘পূর্ণিমা আপু আজকের বাস্তবতাই বলেছেন’, আবার কেউ লিখেছেন, ‘এ যেন আমাদের সবার গল্প।’

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক ও উপস্থাপনায় সফল এই অভিনেত্রী সাধারণত ব্যক্তিজীবন নিয়ে নীরব থাকেন। তাই তার এমন আত্মমুখী ও দার্শনিক বক্তব্য ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD