Logo

দেব–রুক্মিণীকে ঘিরে নতুন গুঞ্জন

profile picture
বিনোদন ডেস্ক
২০ অক্টোবর, ২০২৫, ১৯:৩৯
2Shares
দেব–রুক্মিণীকে ঘিরে নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত

টলিউডের আলোচিত জুটি সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর সম্পর্ক বহুদিন ধরেই আলোচ্য — বহু বছর ধরে তাদের ঘনিষ্ঠতা হচ্ছে টলিপাড়ার আরেকটি ‘ওপেন সিক্রেট’। নিজেরা মধুর মুহূর্ত দেখিয়েছেন বারবার, তবুও সাম্প্রতিক আচরণে নতুন প্রশ্নের উত্থান দেখা গেছে।

বিজ্ঞাপন

শিল্পী মহল ও সূত্র বলছে, গত কিছুদিন ধরে দুইজনের মধ্যে দ্বন্দ্ব-টানাপোড়েনের ঘটনা ঘটেছে বলে গুঞ্জন আছে। দেবের নানান কাজে অন্য কোনো নায়িকার সঙ্গে অতি ঘনিষ্ঠতা নাকি প্রশ্ন তুলে দিয়েছে সম্পর্কের সমীকরণকে; এমনকী গত বছরের এক পর্যায়ে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রামে আনফলো করে ছিলেন—যা ওই সময় ব্যাপক চর্চার জন্ম দেয়। যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে।

আরও পড়ুন: শুধু বিয়ে করেই যাব, সংসার করব না: নাজমি জান্নাত

কিন্তু সাম্প্রতিক কালে দেবের গুরুত্বপূর্ণ কর্মসূচি ও আসরগুলিতে রুক্মিণীর দেখা না পাওয়া অনেকে লক্ষ্য করেছেন। দেবের চলচ্চিত্র জীবনের ২০ বছরের বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে ‘রঘু ডাকাত’ ছবির কোনো বিশেষ স্ক্রিনিং-এও রুক্মিণীর অনুপস্থিতি নেটিজেনদের মধ্যে বিচ্ছেদের কল্পকাহিনী ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না?

রুক্মিণী জানালেন, ‘আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি, আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।’

বিজ্ঞাপন

দেবের পাশে না থাকার প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, ‘একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।’ অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন।

‘ধূমকেতু’র প্রচারের ফাকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘যারা এসব বলছে (বিচ্ছেদ রটনা), তারা তো আমার সঙ্গে রাতে থাকে না। তাহলে জানল কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমি গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে আজ কেন এত জবাবদিহি করতে হবে আমাকে?’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD