শুধু বিয়ে করেই যাব, সংসার করব না: নাজমি জান্নাত

চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে কেক তুলে দেওয়ার দৃশ্যই বদলে দিয়েছে মডেল নাজমি জান্নাতের জীবন। সেই ঘটনাটি ঘটে প্রায় পাঁচ মাস আগে, একটি অনুষ্ঠানে। এরপর থেকেই মডেল, উপস্থাপক ও ফ্যাশন ডিজাইনার হিসেবে তার নামটি আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নাজমি নিজের জীবন ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, শীত মৌসুমে বিয়ে করার ইচ্ছে রয়েছে তার, কারণ শীতের সময় মেকআপ নষ্ট হয় না, গরম লাগে না, আর সাজসজ্জার সৌন্দর্যও দীর্ঘস্থায়ী থাকে। তিনি স্পষ্ট করে বললেন, আমি শুধু বিয়ে করে যাব, সংসার করব না।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন পরিণীতি চোপড়া
নিজের পছন্দের পাত্র নিয়ে নাজমি বলেন, আমার একজন ভালো ছেলের প্রয়োজন। সেটা দেশের হোক বা দেশের বাইরের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েনই হোক তাতেও কোনো সমস্যা নেই। পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের তিনি বেশি পছন্দ করেন, কারণ তাদের ভদ্রতা ও মার্জিত ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করে।
বিজ্ঞাপন
টাইমপাস প্রেম নিয়ে তার অবস্থানও অনন্য। নাজমি বিশ্বাস করেন ‘৯০ দশকের প্রেমে’, যেখানে প্রেম মানেই বিয়ের পথে সরাসরি যাওয়া। প্রেম-বিদায় ধাঁচের সম্পর্ক তার কাছে গ্রহণযোগ্য নয়। ভদ্রতা, সম্মান আর মার্জিত আচরণ নাজমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট মনোযোগ যেমন করে ডাকা বা দরজা খোলার মতো বিষয়গুলো তার কাছে বড় হয়ে ওঠে।