মনে হয়েছিল আমি উঠে দাঁড়াতে পারব : ববি দেওল

তিন দশক বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অভিনেতা ববি দেওল। বাবার (ধর্মেন্দ্র) হাত ধরে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথমদিকে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা, কিন্তু একসময় যেন হারিয়ে গেলেন আলোচনার বাইরে। দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
সম্প্রতি ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘আবরার’ চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেড়েছে। এ ছাড়া আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ নিয়েও তার প্রতি দর্শকের কৌতূহল বাড়ছে।
তবে সাফল্যের এই পথটা একেবারেই সহজ ছিল না। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন ববি। তিনি বলেন, “একসময় কাজ পাওয়ার জন্য পরিচালক-প্রযোজকদের কাছে ঘুরতাম। অনুরোধ করতাম, কাজ না দিলেও অন্তত যেন আমাকে মনে রাখেন।”
বিজ্ঞাপন
সেই দুঃসময়ে হাল না ছাড়ার কথাও জানালেন তিনি। ববির ভাষায়, “আমি বিশ্বাস হারাইনি কখনো। মনে হয়েছিল আমি আবার উঠে দাঁড়াতে পারব। ভিতর থেকে যেন কেউ শক্তি জুগিয়েছিল। সেই বিশ্বাসই আমাকে ফের ফিরিয়ে এনেছে।”
এখন ববি দেওল আবারো বলিউডের অন্যতম আলোচিত মুখ। তার জীবনপ্রবাহ প্রমাণ করে, সুযোগ হারালেও, দৃঢ় বিশ্বাস থাকলে আবারও আলোয় ফেরা সম্ভব।