Logo

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

profile picture
বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫, ১৪:৪৮
4Shares
মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং প্রথমবারের মতো তাঁদের কন্যা দুয়াকে প্রকাশ্যে এনেছেন। গত বছর সেপ্টেম্বরে মেয়ের জন্ম হলেও এতদিন তাঁরা সন্তানের কোনো ছবি প্রকাশ করেননি। অবশেষে দীপাবলির উৎসবেই সেই প্রতীক্ষার অবসান ঘটল।

বিজ্ঞাপন

দীপাবলির সকালে সামাজিকমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেন দীপিকা ও রণবীর। সেখানে তাঁদের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকে। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে, মাত্র এক ঘণ্টায় ২০ লাখের বেশি প্রতিক্রিয়া পড়ে পোস্টটিতে। ইনস্টাগ্রামজুড়ে এখন শুভেচ্ছার ঢল।

ছবিতে দেখা যায়, দীপিকা ও দুয়া দুজনেই লাল রঙের চুড়িদারে সেজেছেন, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথায় দুটি ছোট ঝুঁটি তাকে আরও মিষ্টি করে তুলেছে। অন্যদিকে রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি। এক ফ্রেমে মা-মেয়ে দুজনকে একসঙ্গে প্রার্থনা করতে দেখা যায়, ক্যাপশনে লেখা— “দীপাবলির শুভেচ্ছা।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোলজুড়ে আসে কন্যা দুয়া।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD