Logo

অভিনেত্রী শাওনের মা ও সাবেক এমপি তহুরা আলী আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৫, ১৩:৩৭
20Shares
অভিনেত্রী শাওনের মা ও সাবেক এমপি তহুরা আলী আর নেই
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং সিটিজেন গ্রুপের পরিচালক বেগম তহুরা আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বেগম তহুরা আলী ছিলেন অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাওন মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় মা বেগম তহুরা আলী মারা গেছেন। পরম করুণাময় আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন।”

বিজ্ঞাপন

শাওন আরও জানান, মরহুমার জানাজা দুটি স্থানে অনুষ্ঠিত হবে— আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এবং মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বেগম তহুরা আলী জামালপুর–শেরপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফেনী জেলার সংরক্ষিত আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য হন।

বিজ্ঞাপন

ফেনীতে জন্ম নেওয়া তহুরা আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করতেন এবং পরে সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD