Logo

প্রখ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৬:১২
5Shares
প্রখ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ পরিচালক সমিতির উপ-সচিব অপূর্ব রানা।

গত ১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

ষাটের দশকে চলচ্চিত্র জগতে পথচলা শুরু করেন শেখ নজরুল। কিংবদন্তি নির্মাতা খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করে তিনি নিজের অবস্থান তৈরি করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল ‘চাবুক’ (১৯৭৪)। পরবর্তীতে ‘চাঁদের আলো’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করে তিনি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন।

পরিচালনার পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া জহির রায়হানের কালজয়ী কিন্তু অসমাপ্ত ছবি ‘লেট দেয়ার বি লাইট’–এ সহকারী পরিচালকের পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD