Logo

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, ২৩ জানুয়ারি বিয়ে

profile picture
বিনোদন ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৩:২২
বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, ২৩ জানুয়ারি বিয়ে
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গত রোববার সামাজিক মাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে মধুমিতা ভক্তদের সুখবর জানিয়েছেন। ছবিতে দেখা যায়, তিনি হবু স্বামীর আঙুলে আংটি পরাচ্ছেন, আবার দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। পরে দুজনে হাতের আংটি দেখিয়ে পোজ দিয়েছেন। মধুমিতা ছবির ক্যাপশনে লিখেছেন, “শুধুই আমার”।

ঘরোয়া বাগদান অনুষ্ঠানের পরে কেক কেটে আনন্দ উদ্‌যাপনও করেছেন তারা।

বিজ্ঞাপন

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনেও ভ্রমণপ্রীতি দুজনেরই অভ্যেস। সূত্রে জানা গেছে, বিয়ের মূল অনুষ্ঠান হবে ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে, এবং ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। আগে মাত্র ১৮ বছর বয়সে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন, তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। দীর্ঘ বিরতি ও ব্যক্তিগত সময় পার করার পর বন্ধু দেবমাল্যের হাত ধরে নতুন জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছেন মধুমিতা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD