সংগীতশিল্পী তাহসানের সব স্মৃতি মুছে ফেললেন রোজা

এক বছর আগে আকস্মিক বিয়ের খবরে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার সেই বিয়ে বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল। তবে সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই সম্পর্ক ভাঙনের খবর সামনে আসে।
বিজ্ঞাপন
সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেন, তিনি আর রোজার সঙ্গে দাম্পত্য সম্পর্কে নেই এবং বর্তমানে দুজন আলাদা থাকছেন। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে তৈরি হয় হতাশা, যদিও অনেকেই শেষ পর্যন্ত তাদের পুনর্মিলনের আশা ছাড়েননি।
এই আশার পেছনে বড় কারণ ছিল রোজার সামাজিক যোগাযোগমাধ্যম। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাহসানের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও নিজের নামের পাশে থাকা ‘খান’ পদবি তখনও দেখা যাচ্ছিল।
বিজ্ঞাপন
তবে এবার সেই আশায় জল ঢাললেন রোজা নিজেই। সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, তাহসানের সঙ্গে সংশ্লিষ্ট সব ছবি ও স্মৃতি তিনি মুছে ফেলেছেন। পাশাপাশি নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন ‘খান’ পদবিটিও। এতে করে দুজনের সম্পর্ক যে চূড়ান্তভাবে ভেঙে গেছে, তা আরও স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। পেশাগতভাবে রোজা একজন মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সবকিছু স্বাভাবিক মনে হলেও অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে জানা যায়।








