Logo

দেবের নামে ভারতের ডাক বিভাগ থেকে বিশেষ ডাকটিকিট

profile picture
বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৬
দেবের নামে ভারতের ডাক বিভাগ থেকে বিশেষ ডাকটিকিট
ছবি: সংগৃহীত

রূপালি পর্দা ও রাজনীতিতে সমানভাবে জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেবের নামে ভারতীয় ডাক বিভাগ বিশেষ ডাকটিকিট চালু করেছে। টানা দুই দশকের বেশি সময় ধরে বিতর্ক, সমালোচনা ও সাফল্যের মধ্যে দিয়ে বাংলার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে জায়গা করে নেওয়া দেব এবার পেলেন এক অনন্য স্বীকৃতি।

বিজ্ঞাপন

শনিবার দেব নিজেই সামাজিক মাধ্যমে ডাকটিকিটের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেবের মুখছবি। এই ব্যতিক্রমী সম্মানে অভিভূত দেব ভারতের ডাক বিভাগকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশিত হবে—এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ। এমন সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।”

বিজ্ঞাপন

জানা গেছে, শুক্রবার দেব নিজের সংসদীয় এলাকা ঘাটালে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো ডাকটিকিট প্রকাশ্যে আনেন। মুহূর্তেই ঘাটালজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় মানুষ ও ভক্তরা এই বিশেষ সম্মানে আনন্দ প্রকাশ করেন।

দেবের দীর্ঘকালীন জনপ্রিয়তা এবং কর্মজীবনের সাফল্যের প্রতি ভারতীয় ডাক বিভাগের এই পদক্ষেপকে অনন্য স্বীকৃতি হিসেবে দেখছে ভক্ত ও সাধারণ মানুষ। ইতিমধ্যেই অনেকেই এই ডাকটিকিট সংগ্রহ করার জন্য উদ্দীপনা প্রকাশ করছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD