লাল পোশাকে চিত্রনায়িকা শবনম বুবলীর ‘রেড অ্যাটিটিউড’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী পর্দার পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমেও ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে লাল পোশাকে তার বিশেষ ‘রেড অ্যাটিটিউড’ ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
ছবিতে দেখা গেছে, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট, সঙ্গে কালো ভিনটেজ হ্যাট, যাতে সাদা মুক্তার কাজ ও পালক যুক্ত। তার মেকআপ ও গয়নার ছোঁয়াও ছিল আভিজাত্যের। কানের বড় পাথরের লাল দুল আর বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়ায় নায়িকার লুক আরও আকর্ষণীয় হয়েছে।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।” পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার মন্তব্য ঘর, ভক্তরা তার আধুনিক সাজের প্রশংসা করছেন।
বিজ্ঞাপন
বর্তমানে বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে কাজের ফাঁকে তার ফ্যাশন সেন্স যেমন আগের মতোই ভক্তদের মন কাড়ছে।








