Logo

বিচ্ছেদের আলোচনার মাঝেই তাহসানকে ঘিরে নতুন খবর

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৪:১৩
বিচ্ছেদের আলোচনার মাঝেই তাহসানকে ঘিরে নতুন খবর
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবরে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর কিছুটা নীরব থাকলেও এবার ভক্তদের জন্য এলো নতুন এক সুখবর। আবারও পর্দায় ফিরছেন তাহসান—তবে নাটক বা অভিনয়ে নয়, জনপ্রিয় গেম শোর সঞ্চালক হিসেবে।

বিজ্ঞাপন

মূলত, বহুল আলোচিত ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তিনি। শিগগিরই শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটির নতুন আসর, যেখানে আগের মতোই উপস্থাপনার দায়িত্বে থাকছেন তাহসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম সিজনে তাহসানের স্বাভাবিক ও সাবলীল উপস্থাপনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও তাকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, এবারের আসরটি সত্যিই ব্যতিক্রমধর্মী হতে যাচ্ছে। বড় পরিসরে আয়োজন করা হয়েছে শোটি, যেখানে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো— প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে উত্তরগুলো যেমন মজার, তেমনি থাকবে নানা চমক।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির প্রযোজনা করছে বঙ্গ। পাশাপাশি দেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় এবারের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে এই জনপ্রিয় গেম শো। যারা নির্ধারিত সময়ে দেখতে পারবেন না, তারা প্রতি বুধবার দুপুর ১টায় পুনঃপ্রচারে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের মধ্যেও নতুন এই কাজে ফিরতে পারায় তাহসানকে ঘিরে দর্শকদের আগ্রহ যে আরও বাড়বে, তা বলাই যায়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD