Logo

সমাপনী দিনে প্রদর্শিত হবে দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘বেহুলা দরদী’

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৯
সমাপনী দিনে প্রদর্শিত হবে দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘বেহুলা দরদী’
ছবি: সংগৃহীত

আজ রবিবার (১৮ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের শেষ দিনে দেশি-বিদেশি চলচ্চিত্রের বর্ণাঢ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এদিন দর্শকদের বিশেষ আকর্ষণে রয়েছে প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং লোকনাট্য নির্ভর চলচ্চিত্র ‘বেহুলা দরদী’।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় উৎসবের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি। সমাপনী আয়োজনে বিভিন্ন বিভাগে বিজয়ী সেরা সিনেমাগুলো প্রদর্শিত হবে।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আজ সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে চিত্রনায়িকা দীঘি অভিনীত চলচ্চিত্র ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। একই ভেন্যুতে বিকেল ৫টায় প্রদর্শিত হবে বাংলাদেশের গ্রামীণ লোকজ সংস্কৃতি নিয়ে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’।

বিজ্ঞাপন

আজকের উল্লেখযোগ্য সিনেমার সূচি: জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন): সকাল ১০টা ৩০ মিনিট: ‘পরিণাম’ (বাংলাদেশ), ‘কুপ’ (সৌদি আরব), ‘দ্য সিক্রেট’ (লিথুয়ানিয়া) সহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বেলা ১টা ও ৩টা: যুক্তরাষ্ট্র, জার্মানি, উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র। বিকেল ৫টা: ‘বেহুলা দরদী’ (বাংলাদেশ)। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ (বাংলাদেশ)। শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন): সকাল ১০টা ৩০ মিনিট: ‘মোজার্ট ফ্রম স্পেস’ (চীন)। বেলা ১টা: নেপাল, স্লোভেনিয়া ও উজবেকিস্তানের ছবি। বিকেল ৫টা: ‘রাত্রিযাপন’ (ভারত) ও গ্রিসের চলচ্চিত্র।

গত কয়েক দিন ধরে চলা এই উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলা বসেছিল। আজ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের এই উৎসবের সফল সমাপ্তি ঘটবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD