Logo

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, নীরবতা ভাঙলেন ম্রুণাল!

profile picture
বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৮
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, নীরবতা ভাঙলেন ম্রুণাল!
ছবি: সংগৃহীত

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই মুখ ধানুশ এবং ম্রুণাল ঠাকুরের বিয়ের গুঞ্জন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল বি-টাউন। শোনা যাচ্ছিল, আগামী ভালোবাসা দিবসেই (১৪ ফেব্রুয়ারি) মালাবদল করতে চলেছেন তারা। তবে এই চর্চা যখন তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল ঠাকুর। অন্যদিকে, ধানুশ নিজেও এই খবরকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি ম্রুণাল তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে একটি নৌকায় দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে প্রকৃতি উপভোগ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন— ‘স্থির, উজ্জ্বল ও অটল’। ম্রুণালের এমন পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, চারপাশের মুখরোচক গুঞ্জন যে তাকে মোটেও বিচলিত করতে পারছে না, সেটিই তিনি স্পষ্ট করে দিলেন।

এদিকে ম্রুণালের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। ফেব্রুয়ারিতে তার একটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এবং মার্চে মুক্তি পাবে একটি তেলুগু সিনেমা।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার প্রচারণা নিয়ে প্রচণ্ড ব্যস্ত। ক্যারিয়ারের এমন তুঙ্গে থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসা তার জন্য প্রায় অসম্ভব।

অন্যদিকে ধানুশও সংবাদমাধ্যমের কাছে এই খবরকে পুরোপুরি ভুয়া দাবি করেছেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকে এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত হয়েছিল।

বিজ্ঞাপন

৪২ বছর বয়সী ধানুশ এবং ৩৩ বছর বয়সী ম্রুণালের এই অসমবয়সী রসায়ন নিয়ে চর্চা হলেও, আপাতত তারা দুজনেই একে 'গুঞ্জন' বলে নাকচ করে দিলেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD