শাড়িতে মোহময় অপু বিশ্বাস, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিত থাকেন। এবার শাড়িতে নতুন এক ভিডিও শেয়ার করে আবারও ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি। ঐতিহ্যবাহী এই সাজে তার উপস্থিতিকে নেটিজেনরা আখ্যা দিচ্ছেন নান্দনিক ও আভিজাত্যপূর্ণ।
বিজ্ঞাপন
প্রকাশিত ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা গেছে হালকা ক্রিম রঙের ফুলেল নকশার শাড়িতে। শাড়ির মোলায়েম রঙ ও সূক্ষ্ম নকশা তার সাজে এনে দিয়েছে পরিমিত সৌন্দর্য। গাঢ় বর্ডারের সংযোজন পুরো পোশাকের সঙ্গে তৈরি করেছে দৃষ্টিনন্দন ভারসাম্য।
অপু বিশ্বাসের হাতে লাল ও সোনালি রঙের চুড়ি, আঙুলে নজরকাড়া আংটি এবং কানে ঝুলন্ত দুল ঐতিহ্যবাহী বাঙালি সাজকে আরও সমৃদ্ধ করেছে। আধুনিক গ্ল্যামের সঙ্গে দেশীয় রুচির সুন্দর মেলবন্ধন স্পষ্ট হয়ে উঠেছে তার লুকে।
আরও পড়ুন: এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
বিজ্ঞাপন
মেকআপে ছিল স্বাভাবিক লিপ শেড ও কপালে ছোট টিপ। চুল স্লিক বান করে আঁচড়ানো, সঙ্গে আত্মবিশ্বাসী অভিব্যক্তি—সব মিলিয়ে তার উপস্থিতি পেয়েছে বাড়তি আবেদন।
কালো ব্যাকগ্রাউন্ডে আলো-ছায়ার নিখুঁত ব্যবহার পুরো দৃশ্যকে করেছে আরও শিল্পসম্মত ও নাটকীয়। ভিডিও প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। কেউ মন্তব্য করেছেন, ‘শাড়িতে অপু বিশ্বাস মানেই আলাদা আকর্ষণ’, আবার কেউ লিখেছেন, ‘এটাই বাঙালি নারীর প্রকৃত সৌন্দর্য’।








