এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর কি সংগীত জগত থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন—এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্ত ও বিনোদন অঙ্গনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বিরতির কথা জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই গায়িকা।
বিজ্ঞাপন
নেহার এই বার্তা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে সম্প্রতি ভাই টনি কক্কর-এর সঙ্গে তার নতুন গান ‘ললিপপ’ মুক্তির পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে একাংশ নেটিজেন একে অশালীন বলে কটাক্ষ করেন। এর পরপরই নেহার এই সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে নেহা লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু চলছে—সবকিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।”
বিজ্ঞাপন
তার এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, তিনি কেবল পেশাগত জীবন নয়—ব্যক্তিগত সম্পর্ক ও জীবনের নানা দায়বদ্ধতা থেকেও সাময়িকভাবে দূরে থাকতে চান। ফলে এটি শুধুই কাজের চাপ নাকি ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকট—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে, নেহা সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের উদ্দেশ্যেও একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি লিখেছেন, “ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দিন।”
বিজ্ঞাপন
নেহা কক্করের এই আকস্মিক ঘোষণার পর ভক্তরা যেমন উদ্বিগ্ন, তেমনি অপেক্ষায় আছেন—এটি সাময়িক বিরতি, নাকি সংগীতজগত থেকে দীর্ঘ বিদায়ের ইঙ্গিত।








