Logo

আবারও মা হওয়ার গুঞ্জন, জবাবে রহস্যে বুবলী

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:৫০
আবারও মা হওয়ার গুঞ্জন, জবাবে রহস্যে বুবলী
ছবি: সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পেরোনোর পর এই গুঞ্জন নতুন করে প্রকাশ্যে এসেছে। গত বছরের শেষে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে শুরু হয় বুবলির দ্বিতীয়বার মা হওয়ার খবরের জল্পনা।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠায় মিডিয়ায় নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়।

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুবলী সরাসরি মন্তব্য না করে কৌশল ব্যবহার করেছেন। তিনি বলেন,

বিজ্ঞাপন

“ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।”

তিনি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। বুবলী বলেন,

“আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে- ‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেক সময় ফোনে পাওয়া যায় না, কিন্তু অন্তত একটি মেসেজ আশা করা যায়। মেসেজের উত্তর না দিলে সেটা মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানানো দুঃখজনক।”

বিজ্ঞাপন

বর্তমানে বুবলী বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। রোজার ঈদে তার নতুন সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD