নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রে জয়া আহসানের নতুন রূপ

দুই বাংলার জনপ্রিয় ও সমাদৃত অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও রুচিশীল ফ্যাশন নির্বাচনের জন্য পরিচিত এই অভিনেত্রীর সাম্প্রতিক এক ব্যতিক্রমী লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীদের মধ্যে তা নিয়ে শুরু হয় আলোচনা। প্রতিবারের মতো এবারও পোশাক ও সাজে আলাদা মাত্রা যোগ করেছেন তিনি।
ছবিতে জয়া আহসানকে দেখা যায় নীল রঙের সূক্ষ্ম কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে। ভারী গহনা, নাকে বড় নথ এবং কপালের টিকলি পুরো সাজকে দিয়েছে ঐতিহ্যবাহী ও রাজকীয় আবহ। তার এই লুক অনেকের কাছেই নজরকাড়া ও ব্যতিক্রম বলে মনে হয়েছে।
বিজ্ঞাপন
পুরনো স্থাপত্য বা ঐতিহ্যবাহী কোনো বাড়ির প্রেক্ষাপটে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন জয়া। আলো-ছায়া আর ভিন্টেজ ব্যাকগ্রাউন্ড ছবিগুলোকে করেছে আরও নান্দনিক। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন্তব্যে প্রশংসার ছড়াছড়ি দেখা যায়। অনেকেই বলেন, সময়ের সঙ্গে জয়ার আবেদন বদলায়নি; বরং তা আরও পরিণত হয়েছে। তবে কেউ কেউ ছবিতে তার বয়সের ছাপও চোখে পড়ছে বলে মন্তব্য করেছেন।
এদিকে রুপালি পর্দায় জয়া আহসানকে দেখার অপেক্ষাও শেষ হতে চলেছে। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে।
ট্রমা, মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতার জটিল প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।








