বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কোথায় হবে আয়োজন

দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোচিত জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে। ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে এক রাজকীয় আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, উদয়পুরের একটি অভিজাত প্রাসাদে সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত থাকবেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে আলাদা করে বড় ধরনের সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: বড় চমক নিয়ে দেশে ফিরছেন পরীমনি
যদিও দীর্ঘদিন ধরেই বিজয়-রাশমিকার সম্পর্ক নিয়ে আলোচনা চললেও তারা কখনোই প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি। তবে একসঙ্গে বিভিন্ন দেশে ভ্রমণ, ছুটির মুহূর্ত ভাগাভাগি এবং সাম্প্রতিক সময়ে ইতালির রোম সফর নতুন করে গুঞ্জন উসকে দেয়। ভক্তদের অনেকের ধারণা, ওই সফর ছিল তাদের ব্যক্তিগত জীবনের একটি বিশেষ সময় উদযাপনের অংশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাশমিকা মান্দানা এক সাক্ষাৎকারে বলেন, গত চার বছর ধরে একই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে সঠিক সময় না এলে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ অভিনেত্রী। তার ভাষায়, সত্যিই যখন জানানোর মতো সময় আসবে, তখনই বিষয়টি সামনে আনবেন।
এর আগে কয়েক মাস আগে এই জুটির বাগদানের গুঞ্জনও ছড়ায়। সে সময় দুজনের হাতেই দামী আংটি দেখা যাওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়ের সম্ভাব্য তারিখ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হাস্যোজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছে। তবে এখন পর্যন্ত বিজয় কিংবা রাশমিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিজ্ঞাপন
শিল্পী মহলে ধারণা করা হচ্ছে, অতীত অভিজ্ঞতার কারণেই ব্যক্তিগত জীবন নিয়ে এতটা গোপনীয়তা বজায় রাখছেন রাশমিকা। উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার বাগদান হলেও এক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। ওই ঘটনার পর থেকেই ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি বেশ সংযত।
ফেব্রুয়ারির প্রেমের মাসে উদয়পুরে এই তারকাজুটির বিয়ের আয়োজন হলে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হবে নতুন এক আলোচিত অধ্যায়—যার অপেক্ষায় এখন ভক্ত-অনুরাগীরা।








