Logo

বড় চমক নিয়ে দেশে ফিরছেন পরীমনি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
বড় চমক নিয়ে দেশে ফিরছেন পরীমনি
ছবি: সংগৃহীত

নয় দিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে কিছুটা সময় কাটান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

দেশে ফেরার আগেই ভক্তদের জন্য বড় চমকের ইঙ্গিত দেন পরীমনি। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, দেশে ফিরেই নতুন সিনেমার প্রেস মিটে অংশ নেবেন।

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “একটু পরই আমাদের ফ্লাইট। দেখা হচ্ছে আজ আমার নতুন সিনেমার প্রেস মিটে, ইনশাআল্লাহ।” তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে পরীমনির নতুন সিনেমা। এ ছবিতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।

উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। ওই ছবিতে রিয়াজ ও পূর্ণিমার অভিনয় প্রশংসিত হয়েছিল। নতুন সংস্করণে সেই দুটি চরিত্রেই অভিনয় করবেন পরীমনি ও চঞ্চল চৌধুরী বলে জানা গেছে। এছাড়া ইলিয়াস কাঞ্চন ও চম্পা অভিনীত চরিত্রগুলোতে কারা থাকছেন, তা সংবাদ সম্মেলনের পর বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী মানবিক আখ্যান হিসেবে পরিচিত। গল্পে সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা ও নারীর আত্মত্যাগের গভীর চিত্র ফুটে ওঠে। দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক দ্বন্দ্ব এবং নির্দোষ চন্দরার আত্মবিসর্জন গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে।

প্রসঙ্গত, গত বছর নানা ইস্যুতে আলোচনায় থাকলেও পরীমনির অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া ‘গোলাপ’ শিরোনামের আরেকটি সিনেমার ঘোষণার পরও শুটিং শুরু হয়নি। নতুন এই প্রকল্পে যুক্ত হয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD