Logo

এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম

profile picture
বিনোদন প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৯
এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
ছবি: সংগৃহীত

এক যুগের দীর্ঘ বিরতির পর আবার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী বালাম। তবে একক গান দিয়ে তিনি এই দীর্ঘ সময়ে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন। বিশেষ করে সিনেমার গানগুলো তাকে নিয়মিত আলোচনায় রেখেছে। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় ফেরার পর, সম্প্রতি ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দিয়েছেন বালাম। এবার নতুন অ্যালবামের মাধ্যমে আবারও নিজেকে পেশ করছেন তিনি।

বিজ্ঞাপন

বালাম সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এটি তার পঞ্চম একক অ্যালবাম এবং নামকরণ করা হয়েছে ‘মাওলা’। সব ঠিক থাকলে আগামী ঈদে অ্যালবামটি প্রকাশ হবে। এর মাধ্যমে প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবামপ্রেমী ভক্তদের জন্য।

তিনি জানিয়েছেন, নতুন অ্যালবামে মোট ৬টি গান থাকছে। অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতার জন্যও আলাদা ভাবনা রাখা হয়েছে। বালামের মতে, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব নয়, তাই অ্যালবামের মাধ্যমে বিভিন্ন ধাঁচের গান একত্র করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

করোনাকালীন সময়ে অনুভূত বিষয়গুলো থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গানগুলো বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের জন্য শান্তি ও আনন্দ নিয়ে আসবে। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন বালাম নিজেই করেছেন। তবে গীতিকারদের নাম প্রকাশের সময় এখন নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ ও ‘রিমঝিম’সহ বহু কালজয়ী গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। এবার এক যুগের বিরতির পর বালাম আবারও আগের অবস্থানে ফিরছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD