পরীমনির উপস্থিতিতে দর্শক মুগ্ধ হন: চঞ্চল চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমনি। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের মন জয় করে আসছেন চঞ্চল, অন্যদিকে সাহসী উপস্থিতি ও গ্ল্যামারে রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন পরীমণি। সম্প্রতি এক অনুষ্ঠানে এই দুই শিল্পীর খোলামেলা আড্ডায় উঠে আসে পারস্পরিক মুগ্ধতা ও পর্দার আড়ালের কিছু মজার গল্প।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পরীমনিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, পর্দায় পরীমনির উপস্থিতিই দর্শকের নজর কাড়ে। তার ভাষায়, পরীর স্ক্রিন অ্যাপিয়ারেন্স এমন যে, প্রথম দেখাতেই দর্শক মুগ্ধ হয়ে যায়। এটিই তার বড় শক্তি। তবে সৌন্দর্যের বাইরেও পরীমনির অভিনয় দক্ষতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্মাতাদের উচিত সেই সক্ষমতাকে আরও গভীরভাবে কাজে লাগানো। তার মতে, পরীমনিকে নতুনভাবে আবিষ্কারের এখনও অনেক সুযোগ আছে।
আলোচনার একপর্যায়ে পরীমনিও শেয়ার করেন চঞ্চলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও কিছু হাস্যরসপূর্ণ মুহূর্ত। হাসতে হাসতে তিনি বলেন, চঞ্চল পাশে থাকলে অনেক সময়ই কী বলবেন বুঝে উঠতে পারেন না। লিফটে ওঠার সময়ের একটি স্মৃতিচারণ করতে গিয়ে পরীমনি জানান, দীর্ঘ সময় পার হলেও তাদের একসঙ্গে কাজের সুযোগ এখন এসে ধরা দিয়েছে—যখন দুজনই নিজেদের ‘বুড়ো’ ভাবতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
এতে মজার ছলে সায় দেন চঞ্চল চৌধুরীও। নিজেকেই ‘বুড়ো’ বলে রসিকতা করে পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন তিনি।
পরীমনি বলেন, বয়স বাড়লেও মনের ভেতরে টিনএজ সত্তা এখনো রয়ে গেছে। তার মতে, হয়তো এই সময়টাতেই তাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। চলমান কাজটি ভালোভাবে সম্পন্ন করে দর্শকের ভালোবাসা পাওয়াই তার প্রধান প্রত্যাশা।








