যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে সময় কাটালেন শাবনূর

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। মূলত পরিবার ও ব্যক্তিগত কারণে বিদেশে থাকা এই জনপ্রিয় নায়িকার পরিকল্পনা ছিল কয়েক মাস দেশে বেড়াতে আসা ও ঘোরাঘুরি করা। তবে হঠাৎ করে তার ভ্রমণ পরিকল্পনা বদলে গেছে, এবং গন্তব্য স্থল হয়েছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
প্রসূত পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে তার একমাত্র সন্তান আইজান নেহান। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে কি আমেরিকা যেতে চায়। আইজানের উত্তর ছিল সরাসরি ‘হ্যাঁ’, এবং সেই সিদ্ধান্তের পর শাবনূরের সফর যুক্তরাষ্ট্রে নির্ধারিত হয়।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের পরিচিত মুখদের সঙ্গে। সমসাময়িক শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান এবং কাজী মারুফ-এর সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। এছাড়াও, বিদেশে চার নায়কের সঙ্গে বিশেষ সময় কাটিয়েছেন। এই নায়কেরা হলেন কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো।
বিজ্ঞাপন
উল্লেখযোগ্য, আলেকজান্ডার ব্যতীত বাকি তিনজনের বিপরীতে শাবনূর পূর্বে কাজ করেছেন। এই পুনর্মিলনের সময় তিনি বেশ আনন্দমুখর ছিলেন।
জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।” পোস্টে নেটিজেনদের মন্তব্যও চোখে পড়েছে। একজন লিখেছেন,
“শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কি নির্মল হাসি, শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সকলের হৃদয় ছুঁয়ে যান।”
বিজ্ঞাপন
প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। জানা গেছে, তিনি আরও কয়েক দিন সেখানে থাকবেন।








