সেই পাগলিটাকে উদ্ধার করে খেতে দিলেন জোভান

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্ট দিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
বিজ্ঞাপন
প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবঘুরে পাগল চরিত্রের পোশাকে কেয়া পায়েল বসে খাবার খাচ্ছেন। আগের দৃশ্যের তুলনায় তার পোশাকও কিছুটা পরিপাটি। ছবির ক্যাপশনে জোভান মজার ছলে লেখেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিসি। কয়, ভাত খাইবো না। বিরিয়ানি খাইবো।’
এই রসিক মন্তব্য ও দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভক্তরা কমেন্ট বক্সে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানাতে থাকেন। কেউ এই জুটির রসায়নের প্রশংসা করছেন, আবার কেউ ছবির সঙ্গে নিজেদের দৈনন্দিন জীবনের মজার অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই ছবিগুলো হাজার হাজার লাইক ও শেয়ারে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
জানা গেছে, ভাইরাল হওয়া এই ছবি আসলে একটি আসন্ন নাটকের প্রচারণার অংশ। নাটকটিতে জোভান ও কেয়া পায়েল জুটি হিসেবে অভিনয় করেছেন। এতে কেয়া পায়েলকে দেখা যাবে এক ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে, আর জোভান অভিনয় করেছেন ভিন্নধর্মী এক ভূমিকায়।
তবে নাটকটির নাম, প্রচারের তারিখ কিংবা কোন প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সংশ্লিষ্ট শিল্পীরা। ফলে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
নেটিজেনদের মতে, গল্পের ভিন্নতা ও চরিত্রের উপস্থাপনাই এই নাটককে ঘিরে আগাম কৌতূহল তৈরি করেছে।








