বিয়ের আগে ভাইরাল মধুমিতার গায়ে হলুদ

দ্বিতীয়বারের মতো বিয়ের পথে হাঁটছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তার গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয় মধুমিতার গায়ে হলুদের আয়োজন। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ট্র্যাডিশনাল হলুদ শাড়িতে সেজে উঠেছেন মধুমিতা। সঙ্গে ছিল ফুলের গয়না, হালকা সাজ—সব মিলিয়ে একেবারে সাদামাটা কিন্তু রুচিশীল লুক।
তবে সাজ যতই সহজ হোক, আনন্দের ঘাটতি ছিল না। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সঙ্গে গায়ে হলুদের পরই নাচে মেতে ওঠেন অভিনেত্রী। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চোখে রোদচশমা পরে জনপ্রিয় গান ‘কালা চশমা’-র তালে বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচছেন তিনি। তার এই প্রাণবন্ত মুহূর্তগুলোই ভক্তদের নজর কাড়ছে সবচেয়ে বেশি।
বিজ্ঞাপন
এর আগে প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন মধুমিতা। তখন থেকেই তার দ্বিতীয় বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে। উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে।
এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই সংসার টেকেনি, পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।
বিজ্ঞাপন
ক্যারিয়ারের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মধুমিতা সরকার। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দায়ও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনেও যে তিনি সক্রিয় থাকছেন, তা স্পষ্ট।
সব মিলিয়ে, দ্বিতীয় বিয়ের আগে গায়ে হলুদের আনন্দঘন মুহূর্তে মধুমিতার উচ্ছ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছে।








