Logo

২৪ ঘন্টায় আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৬:৪৮
8Shares
২৪ ঘন্টায় আরও ৬১৯ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬, চট্টগ্রাম ১০৪, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটি ১১৭, ঢাকা দক্ষিণ সিটি ৭৬, খুলনা ৪৩, ময়মনসিংহ ৩৩, রাজশাহী ৭৫ এবং সিলেট ১ জন।

বিজ্ঞাপন

এদিকে গত এক দিনে সারাদেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD