ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯২৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ মরণব্যাধিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ৩৪৫ জন এবং বাকি ৫৮৩ জন দেশের অন্যান্য জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
বিজ্ঞাপন
চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৩৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৩৪ জন। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৭৮ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন মৌসুমি নয়, বরং প্রায় সারাবছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলেই এর প্রকোপ বেড়ে যায়। মশা দমন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
বিজ্ঞাপন
অন্যদিকে, কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু জরিমানা বা প্রচারণা যথেষ্ট নয়। দক্ষ জনবল দিয়ে নিয়মিত জরিপ ও পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, গত বছর (২০২৩) দেশে ডেঙ্গুর ইতিহাসে ভয়াবহতম পরিস্থিতি দেখা দেয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।








