চবি শিক্ষার্থী মামুনের মাথায় প্রতিস্থাপিত হলো সংরক্ষিত খুলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথায় তার নিজের খুলির সংরক্ষিত অংশ সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। প্রায় দুই মাস আগে গুরুতর আহত হওয়ার পর তার খুলির ক্ষতিগ্রস্ত অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জন সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাঈল হোসেনের নেতৃত্বে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
একই সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে ফিজিওথেরাপি চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
গত ৩০ আগস্ট রাতে চবি ক্যাম্পাসের ২ নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দুই দিনব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চার শতাধিক শিক্ষার্থী আহত হন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
গুরুতর আহত মামুন ও ইমতিয়াজকে তখন পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর মামুনের মাথার খুলির ক্ষতিগ্রস্ত অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয় এবং তার কেবিনে সতর্কতা হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছিল—“মাথায় হাড় নেই, চাপ দেবেন না”।
ডা. ইসমাঈল হোসেন বলেন, “অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। মামুন এখন অনেকটাই সুস্থ। কয়েক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।”








